<![if !vml]><![endif]>এক নজরে ফুলবাড়ীয়া পৌরসভা
মৌলিক তথ্যাবলী ঃ
১। পৌরসভার নাম ঃ ফুলবাড়ীয়া পৌরসভা।
স্থাপনকাল ঃ ২০ মে, ২০০১ ইং।
আয়তন ঃ ১৫.৮০ বর্গ কিঃ মিঃ (৩৯০৩) একর।
২৪৭ বর্গমিটার= ১ একর
ওয়ার্ড নং |
মৌজা |
একর |
বর্গকিলোমিটার |
১ |
চকরাধাকানাই অংশ |
৪৪৫ |
১.৯২ |
জোরবাড়ীয়া অংশ |
৩০ |
||
২ |
চকরাধাকানাই অংশ |
২৭০ |
১.৫২ |
ফুলবাড়ীয়া অংশ |
১০৫ |
||
৩ |
ফুলবাড়ীয়া অংশ |
৩২৩ |
১.৩১ |
৪ |
কুশমাইল অংশ |
৩৯৫ |
১.৬০ |
৫ |
কুশমাইল অংশ |
৪৮০ |
১.৯৪ |
৬ |
ভালুকজান অংশ |
৬৫০ |
২.৬৩ |
৭ |
ফুলবাড়ীয়া অংশ |
২৯০ |
১.১৭ |
৮ |
ফুলবাড়ীয়া অংশ |
৩৩৩ |
১.৩৫ |
৯ |
জোরবাড়ীয়া অংশ |
৫৮২ |
২.৩৬ |
|
|
৩৯০৩ একর |
১৫.৮০ বর্গকিলোমিটার |
ওয়ার্ড সংখ্যা ঃ ০৯ (নয়) টি
মোট গ্রাম/মহল্লা ঃ ০৭ টি। (লাহেড়ীপাড়া, ফুলবাড়ীয়া, কুশমাইল, পাঁচকুশমাইল, ভালুকজান, গৌরীপুর, জোরবাড়ীয়া)
মৌজা ঃ ০৫ টি।
মোট লোক সংখ্যা ঃ ৩৯২৩২ জন। (Population and Housing Census 2021 & Estimated Methodology) পুরুষ ১৯৪৮৫ জন। মহিলা ১৯৭৪৭ জন।
ভোটার সংখ্যা ঃ ২৩৭৫১ জন। পুরুষ– ১১৮০৪ জন। মহিলা– ১১৯৪৭ জন।
ভোট কেন্দ্রের সংখ্যা ঃ ১০ টি।
ভোট কক্ষের সংখ্যা ঃ ৬৯ টি।
মোট খানার সংখ্যা ঃ ৯২৬২টি।
মোট হোল্ডিং সংখ্যা ঃ ৭২৫৮ টি।
পৌরভবন (wbR¯^) ঃ আছে।
স্বাক্ষরতার হার ঃ ৮৫%।
পৌরসভার শ্রেণী ঃ “ক শ্রেণী। (১৪ মে, ২০২৩ খ্রিঃ)
সর্বশেষ নির্বাচনের তারিখ ঃ ১৬/০১/২০২১ খ্রিঃ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ ঃ ০৭/০২/২০২১ খ্রিঃ।
দায়িত্ব গ্রহণের তারিখ ঃ ১১/০২/২০২১ খ্রিঃ।
পৌর পরিষদের ১ম সভার তারিখঃ ১৭/০২/২০২১ খ্রিঃ।
২। শিক্ষা প্রতিষ্ঠান ঃ
ক) প্রাইমারী স্কুল (সরকারী) ঃ ৮ টি।
খ) কিন্ডার গার্টেন ঃ ১৫ টি।
গ) কোচিং সেন্টার ঃ ১০ টি।
ঘ) উচ্চ বিদ্যালয় ঃ ৩ টি।
ঙ) বেসরকারী কলেজ ঃ ৪ টি। (মহিলা কলেজ– ২ টি)।
চ) সিনিয়র মাদ্রাসা ঃ ১ টি।
ছ) দাখিল মাদ্রাসা (বালিকা) ঃ ২ টি।
জ) মিশনারী স্কুল ঃ ১ টি।
৩। মেডিকেল ইন্সটিটিউট
ক) সরকারী হাসপাতাল ঃ ১ টি এবং (উপজেলা ডিসপেনসারি– ১ টি)।
খ) ব্যক্তিগত ক্লিনিক ঃ ৮ টি।
গ) পারিবারিক ¯^v¯’¨ কেন্দ্র ঃ ১ টি।
ঘ) টি,বি ও কুষ্ঠ ক্লিনিক ঃ ১ টি।
ঙ) পশু চিকিৎসা কেন্দ্র ঃ ১ টি।
৪। ধর্মীয় প্রতিষ্ঠান ঃ
ক) মসজিদ ঃ ৬২ টি।
খ) ঈদগাহ ঃ ৬ টি।
গ) মন্দির ঃ ৪ টি।
ঘ) কবরস্থান ঃ ৩ টি ।
ঙ) শ্বশান ঘাট ঃ ১ টি।
চ) গীর্জা ঃ ২ টি।
৫। সামাজিক প্রতিষ্ঠান ঃ
ক) কমিউনিটি সেন্টার ঃ ২ টি।
খ) বাস টার্মিনাল ঃ নাই।
গ) বাসস্ট্যান্ড ঃ ২ টি (ব্যক্তিগত)।
ঘ) এতিম খানা ঃ ৬ টি।
ঙ) পাবলিক লাইব্রেরী ঃ ১ টি।
৬। বিনোদন কেন্দ্র ঃ
ক) সিনেমা হল ঃ ১ টি।
খ) স্টেডিয়াম ঃ নাই।
গ) খেলার মাঠ ঃ ২ টি।
৭। ব্যবসায়িক প্রতিষ্ঠান ঃ
ক) ব্যাংক ঃ ৭ টি।
খ) হাট–বাজার ঃ ১ টি।
গ) সপিং কমপ্লেক্স ঃ ৫ টি (ব্যক্তিগত)।
ঘ) সুপার মার্কেট ঃ ২ টি। (ব্যক্তিগত)।
ঙ) লাইফ ইন্সুরেঞ্জ কোঃ ঃ ৪ টি।
চ) খোয়াড় ঃ — টি।
ছ) খাবার হোটেল ঃ ১৫ টি।
৮। পৌরসভাধীন অবকাঠামোর বর্ণনা ঃ
ক) মোট রাস্তার দৈর্ঘ্য ঃ ৫৩.৫০ কিলোমিটার।
পাকা বিটুমিনাস/আর.সি.সি/সিসিঃ ২৬.০০ কিলোমিটার।
এইচ,বি,বি ঃ ২.০০ কিলোমিটার।
ডব্লিও বি এম ঃ .৫০ কিলোমিটার।
কাঁচা ঃ ২২.০০ কিলোমিটার।
সলিং ঃ ৩.০০ কিলোমিটার।
খ) ড্রেনেজ ব্যবস্থা ঃ
আর,সি,সি ঃ ২.১০ কিলোমিটার।
ব্রিক মেশনারী ঃ ৬.০০ কিলোমিটার।
কাঁচা ড্রেন ঃ ৬.০০ কিলোমিটার।
মোট ড্রেন ঃ ১৪.১০ কিলোমিটার।
৯। স্যানিটেশন সংক্রান্ত ঃ
কসাইখানা ঃ ১ টি।
পাবলিক টয়লেট ঃ ১ টি।
¯^v¯’¨ সম্মত পায়খানা ঃ ৭৪১০টি। ‘
মোট কভারেজ ঃ ৮০% (আয়তন হিসেবে)।
ডাস্টবিন ঃ ২ টি।
কঠিন বর্জ অপসারণ (প্রতিদিন) ঃ ৩ টন।
কঞ্জারভেন্সী কভারিং এরিয়া ঃ ৮.৮৯ বর্গ কিলোমিটার।
১০। ক্ষুদ্র ইনডাস্ট্রি ঃ
ক) অটো রাইস মিল ঃ নাই।
খ) বয়লার রাইস মিল ঃ ৬ টি।
গ) পোল্ট্রি ফার্ম ঃ ১২ টি।
ঘ) আইসক্রিম ফ্যাক্টরী ঃ ৫ টি।
১১। পানি সরবরাহ ব্যবস্থা ঃ
ক) পাম্প হাইজ ঃ মিনি– ১ টি।
খ) সংযোগ (আবাসিক) ঃ নাই।
গ) পাইপ লাইনের দৈর্ঘ্য ঃ নাই।
১২। যানবাহন ঃ
ক) ট্রাক, গার্বেজ ট্রাক ঃ ০২টি।
খ) পিকআপ ভ্যান ঃ নাই।
গ) রিক্সা, ভ্যান ঃ ০৩ টি।
ঙ) মটর সাইকেল ঃ ১ টি।
চ) হ্যান্ড ট্রলি ঃ ৫ টি।
ছ) বাই সাইকেল ঃ ১ টি।
১৩। ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ঃ
ক) কম্পিউটার (প্রিন্টারসহ) ঃ ৬ টি।
খ) ফটোকপিয়ার ঃ নাই।
গ) ফ্যাক্স মেশিন ঃ ১ টি।
১৪। ইকুইপমেন্টস ঃ
ক) রোড রোলার ঃ ২ টি।
খ) বিম লিফটার ঃ নাই।
গ) ফগার মেশিন ঃ ২ টি।
ঘ) ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস ঃ আছে।
১৫। সড়কবাতি ঃ ১৫১ টি (৪০ ওয়াটের টিউব লাইট/এনার্জি সেভিং লাইট)
কভারিং এরিয়া (লাইটিং) ঃ ৩.৭৮%
১৬। অন্যান্য ঃ
ডাক বাংলো ঃ ১ টি। (জেলা পরিষদ নিয়ন্ত্রিত)।
এনজিও অফিস ঃ ১৮ টি।
১৯। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঃ
ক) বয়স্ক ভাতা ঃ ১৬৮৬ জন।
খ) প্রতিবন্ধী ভাতা ঃ ৬৫৭ জন।
গ) বিধবা ভাতা ঃ ৮১৭ জন।
ঘ) মাতৃত্ব ভাত ঃ ৫৫০ জন।
১৭। পৌর পরিষদ ঃ
মেয়র : ১ জন।
ওয়ার্ড কাউন্সিলর (পুরুষ) : ৯ জন।
ওয়ার্ড কাউন্সিলর (মহিলা) : ৩ জন (সংরক্ষিত)।
১৮। কর্মকর্তা–কর্মচারী : ১৯ জন।
ক্রমিক নং |
বিভাগ |
মঞ্জুরীকৃত পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
মন্তব্য |
১। |
প্রশাসন বিভাগ |
৫৪ |
০৯ |
৪৫ |
|
২। |
প্রকৌশল বিভাগ |
৬৮ |
০৫ |
৬৩ |
|
৩। |
¯^v¯’¨ পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ |
৩৩ |
০৬ |
২৭ |
|
|
|
১৫৫ |
২০ |
১৩৫ |
|